মেয়ে হয়ে সিগারেট খাচ্ছেন কেন? এই জন্য’ই তো ধর্ষণ হয়

তো মেয়েটার অপরাধ কী?
মেয়েটা পাবলিক প্লেসে বসে সিগারেট খাচ্ছিল।
ভিডিও’টা বেশ কয়েকবার দেখলাম।
শাড়ি পড়া, ঠোঁটে হালকা লিপস্টিক দেয়া মেয়েটা বসে আছে একটা ছেলের সাথে এবং সিগারেট খাচ্ছে।
খুব সাধারণ ভাবে বসে আছে। পাশ দিয়ে এক লোক যাচ্ছিলো; থেমে গিয়ে এরপর মেয়েটাকে বলেছে
- আপনি মেয়ে হয়ে সিগারেট খাচ্ছেন কেন? সিগারেট ফালান।
এরপর আরও মানুষ জড় হয়ে গিয়েছে। বাংলাদেশে ঠিক যেমনটা হয়। সবাই পুরুষ। এরা জড় হয়ে ওই লোক’কে সমর্থন করে বলছে
- ঠিক’ই তো আছে। মেয়ে হয়ে সিগারেট খাচ্ছেন কেন?
মেয়েটা এবার খুব সাধারণ ভাবে বলেছে
- আপনাদের সমস্যা কোথায়? আমি পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছি, এখানে তো সিগারেট খাওয়া নিষিদ্ধ না।
আশপাশে এক জন লোক ছাড়া বাদ বাকী সকল পুরুষ রীতিমত গলা আরও চওড়া করে বলেছে
- এই জন্য’ই তো ধর্ষণ হয়। ফালান সিগারেট হাত থেকে।
তো, মেয়েটা শেষ পর্যন্ত সিগারেট ফেলে দিয়ে, সাথের ছেলেটার সাথে ওই জায়গা ত্যাগ করেছে।
এই হচ্ছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ’ই আমরা সবাই মিলে তৈরি করেছি।
এখানে পুরুষ সমাজ নারী’কে উলঙ্গ করে ধর্ষণ করে ভিডিও করে ছেড়ে দিলেও দোষ হয় নারী’র।
এখানে পুরুষরা জামা-কাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও কোন সমস্যা নেই।
রাস্তায় দাঁড়িয়ে দিনে-দুপুরে লুঙ্গি উপুড় করে পেশাব করলেও কোন সমস্যা নেই।
বন্ধুরা মিলে রাস্তার মোড়ে ইয়াবা-হিরোইন, মদ-গাঁজা খেলেও কোন সমস্যা নেই।
সমস্যা কেবল, একটা নারী খুব সাধারণ ভাবে রাস্তায় বসে সিগারেট খেলে।
বলছি না সিগারেট খাওয়া ভালো। এটি অতি অবশ্য’ই স্বাস্থ্যের জন্য খারাপ।
কিন্তু দেশের কোন আইনে আছে- সিগারেট শুধু ছেলেরা খেতে পারবে, মেয়েরা পারবে না?
আপনারা দিনে-দুপুরে, গভীর রাতে, মাঝ রাতে, ভোর বেলায় মনের আনন্দে সিগারেট খেতে পারবেন। আর একটা মেয়ে সিগারেট খেলে আপনাদের মনে হয়
-মেয়ে হয়ে সিগারেট খাচ্ছেন কেন? এই জন্য’ই তো ধর্ষণ হয়।
আহারে পুরুষ- তুমি কি আদৌ মানুষ?
This article is written by Aminul Islam