রাজনীতি

১০ বছরের রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল।

২১-এর বিধানসভা ভোট এর কথা মাথায় রেখে কাজের খতিয়ান অর্থাৎ report card পেশ করলেন তৃণমূলের মন্ত্রীরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে 2010 পর্যন্ত রাজ্য কোন অবস্থায় ছিল আর 2020 তে রাজ্য কোন অবস্থায় এসে পৌঁছেছে সেটা তুলে ধরা হয়েছে এই report card এ। শুক্রবার থেকেই বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। প্রথম দফায় 27500 টি কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেবেন তৃণমূলের সদস্যরা। এর জন্য মোট সাড়ে 900 টি দল কাজ করবে। 

এই রিপোর্ট কার্ড টা তুলে ধরা হয়েছে 2010 সালে রাজ্যে যেখানে সরকারি চিকিৎসকের সংখ্যা ছিল 4800 সেখানে বেড়ে দাঁড়িয়েছে 15 হাজার 338।

নার্সের সংখ্যা 37 হাজার 366 থেকে বেড়ে দাঁড়িয়েছে 56 হাজার 579। রিপোর্ট করেও তুলে ধরা হয়েছে 2010 সালে রাজ্যে কারখানার সংখ্যা ছিল 8 হাজার 322 সেটা বেড়ে দাঁড়িয়েছে 9 হাজার 534। 

শিক্ষা খাতে বরাদ্দ থেকে শুরু করে, কল-কারখানার সংখ্যা, মমতার আমলে সবই ঊর্ধ্বমুখী। দাবি তৃণমূলের।

Rahaman Bin Ujit

Hey, I am Rahaman Bin Ujit. 18 years old cool dude who loves to learn new skills. I am a Digital Creator, Blogger, and Co-founder of Zillion Media.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button