
অন্ধ্রপ্রদেশের এলুরু শহরে 5 ডিসেম্বর রাতে 292 জনের শরীর হঠাৎ খারাপ হয়। পরে এদের সবাইকে এলুরু সরকারি হসপিটালে ভর্তি করা হয়। এদের মধ্যে বমি মাথা ঘোরার মত লক্ষণ দেখা গিয়েছে এবং এরা সবাই অশোকনগর, North Street, Should street এর বাসিন্দা।
292 জন এর মধ্যে 46 জন শিশু এবং 76 জন মহিলা আছে। এদের সাত জনের আরোভালোভাবে চিকিৎসা করার জন্য বিজয়বাড়া হসপিটালে পাঠানো হয়েছে। এই শরীর খারাপ এর কারণের ব্যাপারে এখনো কোনো পরিষ্কার মতামত পাওয়া যায়নি। অসুস্থ রোগীদের রক্ত পরীক্ষাও করোনা পরীক্ষা করা হয়েছে। রক্ত পরীক্ষায় তেমন কিছু পাওয়া যায়নি এবং করোনার পরীক্ষায় নেগেটিভ এসছে। অন্ধ্রপ্রদেশের সিএম অধিকারীদের নির্দেশ দিয়েছেন জরুরী মানুষদের সব ধরনের সাহায্য করার।