
মানব সভ্যতার ইতিহাসে, চাকা আবিস্কারের পর থেকে সভ্যতার অগ্রগতি শুরু হয়। যা আজ বর্তমান সময়ে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। অতিতের সেই গাছের গুড়ি কেটে তৈরি চাকা থেকে বর্তমানের এই চাকাহীন হাইপারলুপ। তাহলে আসুন জেনে নেয়া যাক যোগাযোক ব্যবাস্থার এই বিস্ময়কর সৃষ্টি হাইপারলুপ সম্পর্কে।

আমরা সকলেই রেল পরিবহন সম্পর্কে জানি, দুটি নির্দিষ্ট স্থানের মধ্যে রেল পথ তৈরি করে তার উপরে রেলের বগি/কোচ চালানো হয়। কিন্তু হাইপারলুপের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট স্থানের মধ্যে বিশাল আকারের পাইপ/টিউবলাইন বসানো হয় এবং সেই টিউবলাইনের মধ্য দিয়ে একটি মিনিবাসের সমান ক্যাপসুল চালানো হয়, ঠিক রেলের কোচের মত। কিন্তু দুটির মধ্যে অনেক পার্থক্য বর্তমান। যেমন-
গতি

হাইপারলুপের গতি ঘণ্টায় প্রায় ১২০০ কিমি। যা একটি দ্রুতগামী ট্রেনের থেকে ৩ গুন এবং ট্রেনের থেকে ১০ গুন বেশি দ্রুত। এখন উদাহরণ হিসাবে আমরা যদি দেখি, কোলকাতা থেকে দিল্লির দূরত্ব ১৩০৪ কিমি। আপনি যদি প্লেনে যান তাহলে আপনার সময় লাগবে প্রায় সাড়ে ৪ ঘণ্টা। কিন্তু কোলকাতা ও দিল্লির মধ্যে হাইপারলুপের মাধ্যমে যোগাযোক ব্যবাস্থা শুরু হলে আপনার সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিট। সুতরাং বুঝতেই পারছেন কতটা দ্রুতগতি সম্পর্ন এই হাইপারলুপ। এবার আসুন জানা যাক এতটা গতিশীল কি ভাবে হয়।
ঘর্ষণ ও বাতাসের রোধ মুক্ত
একটি চলন্ত গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, তখন গারীটির গতিবেগের বিরুদ্ধে দুটি বল কাজ করে।
১. গাড়ির চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণ বল।
২. আমাদের বায়ুমণ্ডল বা বাতাসের বল।
আর সেই জন্যেয়, কোন গতিশীল যানবাহনের গতিবেগ(speed) বাধাপ্রাপ্ত হয়। এখন এই দুই বাধাপ্রদানকারী বলকে যদি কম করা যায় তাহলে যানবাহনের গতি অনেক বেশি বৃদ্ধি করা যায়। আর এই নীতির উপর ভিত্তি করে হাইপারলুপ কাজ করে। কিভাবে? আসুন জেনে নেয়া যাক।

ম্যাগনেটিক ও বায়ু শূন্য টিউব

হাইপারলুপ ব্যবস্থায় ঘর্ষণ জনিত বাধা দূর করার জন্যে টিউবলাইনের মধ্যে চলমান ক্যাপসুলে কোন চাকা ব্যবহার করা হয়না। এর পরিবর্তে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। ফলে ক্যাপসুলটি টিউবলাইনের মধ্যে ভাসমান অবস্থায় থাকে চলতে থাকে।
এছাড়া বাতাসের রোধ কমানোর জন্যে, ওই টিউবলাইনের মধ্যথেকে প্রায় ৯০ শতাংশ বায়ু পাম্পের মাধমে বাইরে বার করে দেয়া হয়। ফলে টিউবলাইনের মধ্যে বায়ুশূন্য অবস্থা তৈরি হয়। ফলে বাতাসের রোধও প্রায় শূন্য হয়ে যায়।
এছাড়া হাইপারলুপের ভালো দিক ও খারাপ দিকগুলি জানার জন্যে LearningHub360 এর সম্পূর্ণ ভিডিওটি দেখুন।