
জি-সিনে এওয়ার্ডে একবার উপস্থাপক রিকুয়েষ্ট করে বলছিলো, “স্যার, আজ আপনে ২ মিনিট কথা বলেন”
পাশের জন বলে উঠলো, “যিনি অস্কার হাতে নিয়ে ৫৬ সেকেন্ড কথা বলেছেন, উনার কাছ থেকে ২ মিনিট আশা করেন”
“বড় মানুষের কাজ বেশি, কথা কম” এই প্রকৃষ্ট উদাহরণ যেমন “A R Rahman”, একই ভাবে শিক্ষা, সততা, সংযম, বিনয়- সকল মানবিক গুণাবলির প্যাকেজ বলা যায় তাকে। স্বর্গীয় মিউজিক কম্পোজিশনের সাথে তার এই ব্যক্তিত্বের জন্যই হয়তো অমিতাভ বচ্চন, লতা মুংগেশকাররা তাকে দেখলে অনায়াসে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যায় সহস্রাধিক দর্শকদের মঞ্চ।
সুফি, মডার্ণ, ক্লাসিক-সেমিক্লাসিক সবকিছু নিয়ে, কখনো বা সবকিছুর বাইরে গিয়ে মিউজিক কম্পোজিশনকে যিনি এমন একটা নিজস্ব পৃথিবীতে নিয়ে গেছেন, যে পৃথিবী আর কারো পক্ষেই ছোয়া সম্ভব না। জাবেদ আলী, মোহিত চৌহান, কেসি চিত্রা, অনুরাধা ম্যাডামদেরও পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার একক কৃতিত্ব রয়েছে তার।
AR Rahman গানের লিস্ট নিয়ে কিছু বলার থাকে না, তার প্রত্যক গানই মাইলফলক। তারপরও বিশেষ করে বললে আমি ” Rock star” মুভির কম্পোজিশন বেছে নিবো।
আরেকটা মজার ব্যাপার হচ্ছে Yeh Haseen Vadiyan” তার প্রথম কম্পোজ করা গান এটা অনেকেই বিশ্বাস করতে চান না! গানটা প্রতিদিন একবার হলেও আমার শুনা হয়।
যাইহোক, আজকে এই সুর-স্রষ্টার জন্মদিন।
জন্মদিনে তাকে কি শুভকামনা জানাবো বুঝতেছি না!
কপিল শর্মা একবার মজা করে বলছিলেন, “আপনি তো প্রতিদিন ৬ ঘন্টা থাকেন পুরষ্কার গ্রহণ করতে, গান তৈরী করার সময় পান কখন?”
এসব যশ-খ্যাতি-জনপ্রিয়তার বাইরে গিয়ে তার সকল ব্যক্তিগত চাওয়া পাওয়া পূর্ণ হোক৷
শুভ জন্মদিন স্যার। ❤️
This article is written by Tareque Ahmed